'আগেই টিকাকরণে অগ্রাধিকার পেয়েছেন বয়স্করা। যাঁদের গোটা জীবনটাই এখনও বাকি সেই ইয়ং জেনারেশনই টিকাকরণে ব্রাত্য।' মঙ্গলবার দিল্লি হাইকোর্টের একটি পর্যবেক্ষণে উঠে এল এমনই গুরুত্বপূর্ণ মন্তব্য।
যদিও এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বিচারপতি এ কথা স্পষ্ট করে জানিয়েছে, 'আদালত কখনই বলছে না যে বয়স্ক ব্যক্তিদের বাঁচার অধিকার নেই। তাঁদের অবস্থানও কোনও ভাবেই অস্বীকার করছে না আদালত।'
মঙ্গলবার বিচারপতি সাংঘির কথায়, 'কোভিডের দ্বিতীয় ঢেউ কম বয়সীদের জন্য ভয়াবহ ছিল কিন্তু তাঁরাই কোনওরকম টিকা পাননি।' কেন্দ্রের টিকাকরণ নীতিতে কার্যত বিরক্তি প্রকাশ করেই বিচারপতির মন্তব্য, 'আমি কেন্দ্রের টিকাকরণ নীতিরর কিছুই বুঝতে পারছি না।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন