বঙ্গ রাজনীতির ময়দানে যুযুধান দু-জন। কিন্তু এই রাজনীতির পথেই দীর্ঘদিন একসঙ্গে পথ হেঁটেছেন দু-জন। কয়েক বছর সেই পথ বিচ্ছিন্ন। তবু স্বাভাবিক সৌজন্য ভুলে যাননি কেউই। বুধবার সন্ধেবেলা বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের করোনা আক্রান্ত স্ত্রী কৃষ্ণা রায়কে দেখতে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চলে গেলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্র জানিয়েছেন, কৃষ্ণা করোনা মুক্ত হলেও অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে। সেই কারণে তাঁকে এখন একমো ভেন্টিলেশনে রাখা হয়েছে।
এদিনের এই ঘটনা রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হলেও, নিতান্তই সৌজন্যের খাতিরে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে অভিষেকের হাসপাতালে যাওয়া বলে খবর তৃণমূল সূত্রে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন