রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না বলে শনিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, চলতি বছরে ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বেশিরভাগ পরীক্ষা শেষ হওয়ার পর লকডাউন শুরু হয়েছিল রাজ্যে। বহু বিতর্কের মধ্যে করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা গতবছর বাতিল করা হয়েছিল। ১ জুন থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে ১০ জুন ঐচ্ছিক বিষয় হয়ে শেষ হওয়ার কথা ছিল। করোনা ও ভোটের কারণে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা বেশ খানিকটা পিছিয়ে ১ জুন শুরুর কথা গত বছরের ২৬ ডিসেম্বরই পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছিলেন।'পড়ুয়াদের জীবনের থেকে পরীক্ষা বড় নয়', একথা আগেই জানিয়েছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন