এবারের বিধানসভা নির্বাচন ছিল শাসকদল তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ। যদিও এবারের নির্বাচনে বিরোধীদের কার্যত মুছে দিয়ে ফের নবান্ন দখল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
বিধানসভা ভোটের প্রাক্কালে তৃণমূলের ইস্তেহারে থাকা ৩টি প্রকল্পে ছাড়পত্র দিল মন্ত্রীসভা। দুয়ারে রেশন, পড়ুয়াদের ক্রেডিট কার্ড ও মহিলাদের মাসোহারা হাত খরচ, ইস্তেহারে থাকা এই তিন প্রকল্পকে মন্ত্রীসভা ছাড়পত্র দিয়েছে বলেই জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি পডুয়াদের জন্য ছাড়পত্র পাওয়া ক্রেডিট কার্ড প্রকল্পে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য মিলবে। রাজ্যের মহিলাদের মাসে ৫০০ টাকা করে হাতখরচ দেওয়া হবে। তফশিলি জাতি-উপজাতির মহিলাদের ক্ষেত্রে দেওয়া হবে মাসে হাজার টাকা।
পাশাপাশি কলকাতা পুলিশের আবেদনের ভিত্তিতে দ্রুত যাতে সেখানে আড়াই হাজার নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে পদক্ষেপ শুরু হয়, তা নিয়েও মন্ত্রীসভা প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন