গত কয়েকদিন ধরে চলা নারদ নাটকে অবশেষে স্বস্তি পেল তৃণমূল। কলকাতা হাইকোর্টে জামিন পেলেন নারদ মামলায় গ্রেফতার হওয়া চার নেতা। দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি ছিল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। আজ বৃহত্তর বেঞ্চে সেই মামলার শুনানিতে জামিন দিল আদালত। 'গ্রেফতার না করেও তদন্ত হতে পারে' এমন মন্তব্য করলেন বিচারিত।
উল্লেখ্য, সিবিআইয়ের পক্ষে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বললেন, 'আমি বৃহত্তর বেঞ্চের কাছে আবেদন করছি ৪ হেভিওয়েটদের জামিন দেবেন না। ধৃত ৪ নেতা-মন্ত্রী প্রভাবশালী ব্যক্তি। জামিন হলে মানুষের ভাবাবেগকে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। তাছাড়া জামিন হলে মূল বিষয়টি ঠান্ডা ঘরে চলে যাবে। এই প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিন্দাল জানান, 'চিন্তা করবেন না, আমরা মূল বিষয়টিও শুনব। ঠান্ডা ঘরে যাবে না। নিশ্চিন্ত থাকুন আপনারা।' সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বৃহত্ত বেঞ্চের আরেক বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি বলেন, বিপর্যয়ের সময় মানুষ জন্য ধৃত মন্ত্রীদের কাজ করা দরকার। এতদিন যখন গ্রেফতার করা হয়নি। এখন গৃহবন্দি করে রাখাটা অর্থহীন বিষয়। এর পাশাপাশি আগে কেন এই ৪ নেতাকে গ্রেফতার করা হল না এই প্রশ্নও তোলেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি। সাধারণত তদন্তের স্বার্থেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়ে থাকে। তবে এখন চার্জশিট জমা দেওয়ার পর গ্রেফতার করা হল কেন? তখনও তো তাঁরা প্রভাবশালীই ছিলেন। ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে আপাতত ৪ হেভিওয়েট নেতার জামিনের শর্ত নিয়ে এখনও আলোচনা চলছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন