করোনার জেরে ইতিমধ্যে দেশে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। করোনা কোনও পরিবারে শিশুদেরকে পিতৃহারা করেছে, কোথাও স্ত্রীকে স্বামীহারা করেছে। বাড়ির কর্তাকে হারিয়ে অথৈ জলে পড়েছিল এইসব পরিবারগুলি। এমতাবস্থায়, বড় ঘোষণা করল টাটা স্টিল।
করোনা পরিস্থিতিতে 'সামাজিক সুরক্ষা' প্রকল্প নিয়ে এগিয়ে এল টাটা স্টিল। এর আওতায়, কোভিডে আক্রান্ত হয়ে কোনও কর্মীর মৃত্যু হলেও, প্রতি মাসে বেতন পেতে থাকবে তাঁর পরিবার। টাটা স্টিলে কর্মীদের অবসরের বয়স ৬০ বছর। তার আগেই যদি কোভিডে কোনও কর্মীর মৃত্যু হয়, তা হলে তাঁর পরিবার ওই বাকি সময় প্রত্যেক মাসে বেতন পাবে।
রবিবার সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করা হয়। লিখিত বিবৃতিতে বলা হয়, 'এই প্রকল্পের আওতায় আমাদের কর্মীদের পরিবার সম্মানের সঙ্গে বাঁচবেন।' শুধু তাই নয়, টাটা স্টিলের যে সমস্ত কর্মী একেবারে সামনের সারি থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের জন্যও বিশেষ সুবিধার ঘোষণা করেছে সংস্থা। বলা হয়েছে, ওই কর্মীদের মধ্যে কর্মরত অবস্থায় কারও মৃত্যু হলে স্নাতক স্তর পর্যন্ত তাঁর ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নেবে সংস্থা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন