নিজাম প্যালেসে সিবিআই-র আঞ্চলিক সদর দফতরকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হল দুপুর থেকে। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিও হয় তৃণমূল কর্মী-সমর্থকদের। সেখানে হাজির ছিলেন একাধিক বিধায়ক। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টাও চালানো হয়। চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।
প্রসঙ্গত, নারদা মামলায় সাতসকালেই বাড়ি থেকে তুলে আনা হয় ফিরহাদ হাকিমকে। এনিয়ে উত্তেজনা ছড়ায় চেতলাতে।
সিবিআইয়ের বক্তব্য, নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফিরহাদকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া প্রয়োজন। তবে স্পিকারের অনুমতি ছাড়া কীভাবে বিধায়কদের গ্রেফতার করা যায়, তা নিয়ে প্রশ্ন উঠছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন