নির্বাচনে পরাজয়ের পর বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বঙ্গ বিজেপির নেতাদের। ইতিমধ্যে একাধিক বিজেপি নেতা তৃণমূলে যাওয়ার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন। এমন সময় নিজের নিরাপত্তারক্ষী প্রত্যাহারের জন্য অমিত শাহকে চিঠি লিখলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
রাজ্য বিজেপির মধ্যে বরাবরই 'আদি' ও 'নব্য' বিবাদ আছে। লকেট ইতিমধ্যেই বিজেপি-তে পুরনো হয়ে গেলেও একাংশ তাঁকে নব্যদের মধ্যেই ধরেন। আর এই নব্যদের কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া নিয়েও দলের মধ্যেই বিতর্ক আছে। অনেকে বলেন, তাঁরা দীর্ঘদিন লড়াই করলেও আজকাল অনেকে বিজেপি-তে এসেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে যাচ্ছেন।
এই অভিযোগ একেবারে মিথ্যেও নয়। বিধানসভা নির্বাচনের আগে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের অনেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন। দলের নব নির্বাচিত অধিকাংশ বিধায়কের জন্যও নিরাপত্তার ব্যবস্থা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপির অন্দরে এই সিদ্ধান্ত নিয়েও অনেকে খোঁচা দিচ্ছেন। তাঁদের বক্তব্য, "দলের সাধারণ কর্মীরা যেখানে আক্রান্ত, সেখানে শুধু বিধায়কদের নিরাপত্তা দিয়ে কী হবে?"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন