আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে লকডাউন। করোনা সংক্রমণ রুখতে গতকালই এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী আজ থেকে করোনা সংক্রান্ত বিধি নিষেধ কড়াকড়ি করা হয়েছে, যা চলবে আগামী ৩০শে মে পর্যন্ত।
প্রসঙ্গত, তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, করোনা সংক্রান্ত বিষয়ই রাজ্য সরকারের প্রধান গুরুত্বের তালিকায় থাকবে। তারপরই করোনা রুখতে বেশকিছু নির্দেশিকা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফে গণ পরিবহনের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সামাজিক জমায়েত কমাতে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। সেই মত ৬ই মে থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ হয়ে যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন