ফের গুরুত্বপূর্ণ উদ্যোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যে এবার 'দুয়ারে ত্রাণ'। ক্ষতিগ্রস্ত এলাকার ক্যাম্পগুলিতে ৩ জুন থেকে ১৫ দিন চলবে ত্রাণ সামগ্রী দেওয়ার কাজ। বিধ্বস্ত এলাকায় ক্যাম্প করে তাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হবে। তখনই কার কত ক্ষতি হয়েছে তা বোঝা যাবে। তারপর ১ জুলাই থেকে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবে সরকার। মুখ্যমন্ত্রী এদিন বলেন, কোনও নেতার কথা শোনা হবে না। এই ত্রাণ সামগ্রী বণ্টন থেকে ক্ষতিপূরণ দেওয়া, পুরোটাই সরকার পরিচালনা করবে।
উল্লেখ্য, গতবছর আমফানের পর এই ত্রাণ ও ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ করেছিল বিরোধীরা। প্রচুর তৃণমূল নেতাও আমফানের টাকা পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। যাদের ক্ষতি হয়নি তাদেরকেও টাকা পাইয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারদের টাকা মেলেনি বলে অনেকেই অভিযোগ করেছিল। আর সেই থেকেই শিক্ষা নিয়ে ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছনোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন