করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতিদিন লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। এমন সময় বড় সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতিতে দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে মঙ্গলবার একাধিক বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
কোভিডের দ্বিতীয় ধাক্কায় টলমল গোটা দেশ। মারণ ভাইরাস করোনার ছোবলে প্রাণ গিয়েছে বহু মানুষের। ইতিমধ্যে অভিভাবকহীন হয়েছে কয়েক হাজার শিশু। দিল্লির মুখ্যমন্ত্রী তাঁদের দায়িত্ব নেবেন বলে আগেই জানিয়েছিলেন। মঙ্গলবার সেই সম্পর্কিত একাধিক বড় ঘোষণা করলেন তিনি। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী জানান, যে সমস্ত শিশুরা অতিমারীতে তাদের বাবা-মাকে হারিয়েছে তাদের শিক্ষার ভার নেবে সরকার। বিনা খরচে পড়াশোনা করবে তারা। এর পাশাপাশি, ২৫ বছর পর্যন্ত তাদের প্রত্যেককে ২৫০০ টাকা করে সাহায্য করবে সরকার। শুধু বাবা-মা হারা শিশুরা নয়, করোনা পরিস্থিতিতে যে সমস্ত পরিবার প্রধান উপার্জনকারীকে হারিয়েছে তাদেরও প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেবে দিল্লি সরকার। সরাসরি অর্থসাহায্য ছাড়াও দুঃস্থ পরিবারগুলিকে প্রতি মাসে ১০ কেজি করে রেশন দেওয়া হবে। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রেশন কার্ড না থাকলেও চলবে। মাসিক আয়ের সার্টিফিকেটও দেখাতে হবে না। রেশনের প্রয়োজন আছে তা সরকারকে জানালেই চলবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন