রাজ্য সহ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ওয়েভে কার্যত লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ। কিন্তু এই অতিমারির মাঝে প্রায় ২৩ হাজার কর্মী নিয়োগ করেছে ফ্লিপকার্ট। মঙ্গলবার এমনই এক বিবৃতি প্রকাশ করা হয় স্টার্ট আপ সংস্থার তরফে।
করোনার দ্বিতীয় ওয়েভে দেশের অধিকাংশ রাজ্যে চলছে লকডাউন। এই অবস্থায় অনলাইন জিনিসপত্র কেনায় চাহিদা বেড়েছে। করোনা বিধি মেনেই যাতে কর্মীরা ক্রেতার বাড়িতে সেসব নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে পারে সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে সংস্থার তরফে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন