দুয়ারে রেশন। ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে জিতে এলে বাড়ির দোরগোড়ায় রেশন পৌঁছে দেবে রাজ্য সরকার। এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ক্ষমতায় ফিরে সেই কাজই শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। এবার নেওয়া হল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মঙ্গলবার খাদ্যভবনে এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুক্রবার পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে দুয়ারে রেশনের কাজ। রাজ্যের মোট ২৮ টি রেশন দোকান থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী।
এদিনের বৈঠকে নতুন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ না থাকলেও ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, খাদ্যসচিব পারভেজ সিদ্দিকি। আলোচনা হয় রেশন ডিলারদের সঙ্গে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, পাইলট প্রজেক্ট হিসেবে শুক্রবার খাদ্যবণ্টন শুরু হবে দুয়ারে দুয়ারে। ইতিমধ্যে রাজ্যের মোট ২২ জেলার ২২টি দোকানকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া শহরাঞ্চলে আরও ৬ টি দোকান থেকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। সবমিলিয়ে মোট ২৮টি রেশন দোকান থেকে দুয়ারে রেশনের কাজ শুরু করতে চায় রাজ্য সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন