ক্রমশই শক্তি বাড়াচ্ছে সাইক্লোন ইয়াস। ২৪ মে অর্থাৎ সোমবারই সাইক্লোনে পরিণত হবে ইয়াস। বুধবার সন্ধেয় আছড়ে পড়তে চলেছে ইয়াস। ঝড়ের গতিবেগ সর্বোচ্চ হতে পারে প্রতি ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে।
২৫ মে (মঙ্গলবার)
সন্ধেয় ৫০-৬০ কি.মি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। সর্বোচ্চ গতিবেগ ৭০ কিলোমিটার। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে। সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সন্ধের পর একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
২৬ মে (বুধবার)
সকালে ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৮০ কিমি। দুপুরে শক্তি বাড়বে ইয়াস। দুপুরের মধ্যে ৯০-১০০ কিমি প্রতি ঘণ্টায় ঝড়ের পূর্বাভাস। সর্বোচ্চ বেগ হতে পারে ১১০ কিলোমিটার। বুধবার সন্ধেয় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১৫৫-১৬৫ কিমি প্রতি ঘণ্টায় পৌছতে পারে। এই সময়েই স্থলভাগে আছড়ে পরতে ইয়াস, পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অতিভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও।
২৭ মে (বৃহস্পতিবার)
শক্তি কমতে থাকবে ইয়াসের। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে বুধবার। বাকি উপকূলের জেলাগুলোয় মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার।
ইয়াস মোকাবিলায় ইতিমধ্যে বিশেষ টিম গঠন করেছে লালবাজার। পুলিশ কমিশনারের নেতৃত্বে এই টিম সোমবার থেকে কাজ শুরু করবে। বিশেষ এই টিমের নাম 'ইউনিফায়েড কম্যান্ড এজেন্সি'। ইয়াস-মোকাবিলায় এই বিশেষ দলে পুলিশের সঙ্গেই রয়েছে সেনা, NDRF-BSNL-এর কর্তারা। এছাড়াও থাকবেন পূর্ত দফতর, CESC-র আধিকারিকরাও। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় ছয় মিটার অর্থাৎ ২০ ফুট পর্যন্ত সামুদ্রিক জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন