কাঁচাপাটের অভাবে রাজ্যে একের পর এক বন্ধ হচ্ছে চটকল। তার উপর শ্রমমন্ত্রকের পাঠানো সর্বশেষ মূল্যসূচকের হিসেব অনুসারে, বাংলার দু-লক্ষ চটকল শ্রমিকের মাসিক বেতন অন্তত ৫০০ টাকা কমতে চলেছে।
প্রায় লকডাউন পরিস্থিতিতে নিয়মিত কাজ না-পাওয়া শ্রমিকরা মালিকপক্ষের এই ভূমিকায় আরও ক্ষুব্ধ। চটশিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রমিক সংগঠন যৌথভাবে এর বিহিত এবং রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছে। শুক্রবার তারা শ্রমদপ্তর এবং জুট কমিশনারের অফিসে চিঠি পাঠিয়েছে। ধারাবাহিক মূল্যবৃদ্ধির সময়ে লেবার ব্যুরোর হিসেবে মূল্যসূচক কী করে ২৬৭ পয়েন্ট কমে গেল? সংগঠনগুলি প্রশ্ন তুলেছে এই রহস্য নিয়েও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন