এদিন অবসর নিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। অপরদিকে, নতুন স্বরাষ্ট্রসচিব পদে এলেন বি পি গোপালিকা। পাশাপাশি এদিনই রাজ্য পুলিসের ৫৫টি পদে রদবদল করল রাজ্য সরকার। এদের মধ্যে বেশ কয়েকজন আইপিএসও রয়েছেন।
বদলি হওয়া আধিকারিকদের মধ্যে উল্লেখযোগ্য নাম প্রবীণ ত্রিপাঠী। তাঁকে বদলি করা হয়েছে ডিআইজি (মালদহ রেঞ্জ) পদে।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার দীপনারায়ণ গোস্বামীকে নিয়ে আসা হল রাজ্য পুলিশের এসটিএফ-এর ডিআইজি পদে। রাজ্য দমকল বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল নীলাদ্রি চক্রবর্তীকে আগে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে বদলির ঘোষিত সিদ্ধান্ত বাতিল করে তাঁকে দমকলের পদে ফেরানো হয়েছে। ডিআইজি ট্র্যাফিক প্রসূন বন্দ্যোপাধ্যায় হয়েছেন বারাসত রেঞ্জের নয়া ডিআইজি। অন্যদিকে, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি কুণাল আগরওয়ালকে পাঠানো হয়েছে কম্পালসারি ওয়েটিং-এ।
রাজ্য গোয়েন্দা বিভাগের (আইপি) স্পেশাল সুপার অমিতাভ ব্রহ্মের পদোন্নতি হয়েছে। রাজ্য পুলিশের ডিআইজি (ট্র্যাফিক) হয়েছেন তিনি। পদোন্নতির তালিকায় রয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার শ্যাম সিংহও। তিনি হচ্ছেন মেদিনীপুর রেঞ্জের নয়া ডিআইজি। রাজ্য সশস্ত্র পুলিশের নবম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জয় বিশ্বাসও ডিআইজি (প্রভিশনিং) পদে উন্নীত হয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন