কেন্দ্রের চিঠির পরও আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়েনি রাজ্য। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিলেও বড় পদ পাচ্ছেন বলে খবর। তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা করা হয়েছে। এবার রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বরাষ্ট্রসচিব পদে তাঁর বদলে এলেন বি পি গোপালিকা। মুখ্যসচিবের বদলি নিয়ে তুঙ্গে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে এখন ছাড়া যাবে না, সোমবার চিঠি দিয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এদিন অবসবরের সময় আলাপনকে কার্যত প্রশংসায় ভরিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উনি অবসর নিলেও আমার মনে হয় ওনার সেই সাহস এবং সততা রয়েছে। তাঁর সেই দায়িত্ববোধ রয়েছে। তাঁর নাম ইতিহাসে লেখা থাকবে একজন আমলাকে কীভাবে রাজনীতির শিকার হতে হয়েছে। আজকের পদক্ষেপের পর কেন্দ্র যদি চাও-ও , তা সত্ত্বেও কোনও ভিত্তিতেই আলাপনের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না। রাজনৈতিক মহলের স্পষ্ট কথা, এই পদক্ষেপের মাধ্যমে মমতা একদিকে যেমন কেন্দ্রের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে পারলেন। একই সঙ্গে আলাপনকে নিজের কাছেও ধরে রাখতে পারলেন। যেভাবে আলাপন এতদিন কাজ করে এসেছিলেন, সেভাবেই মুখ্যমন্ত্রীর পাশে থেকে কাজ করতে পারবে। শুধুমাত্র তাঁর পদটাই বদলে গেল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন