কয়েকদিন আগেই মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বেড়েছিল। তার মধ্যেই কেন্দ্রীয় সরকার বদলির নির্দেশ দিল আলাপনকে। আপাতত কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করতে হবে তাঁকে।
শুক্রবার কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দিয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, আগামী ৩১ মে-ই রাজ্যের মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু, রাজ্যের তরফে আগেই কেন্দ্রের কাছে তাঁকে এই পদে বহাল রাখার আরজি জানানো হয়। রাজ্যের সেই দাবি মেনে মুখ্যসচিব পদে তাঁর মেয়াদ তিন মাসের জন্য বাড়িয়েও দেয় কেন্দ্রের সরকার। শুধু তাই নয়, শুক্রবারই তাঁর কাজের প্রশংসা করতে শোনা যায় খোদ মুখ্যমন্ত্রীকে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত দিঘার পুনরায় সাজিয়ে তোলার অন্য দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বও দেওয়া হয় তাঁকে। কিন্তু তারপরই আচমকা দিল্লি থেকে তাঁর বদলির নির্দেশ এল। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন