করোনাকালে যখন প্রায় প্রতিটা রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ঠিক তখনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ছত্তিশগড় রাজ্য শিক্ষা দফতর। বোর্ডের তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া, প্রশ্নপত্র তোলার পাঁচ দিনের মধ্যে উত্তরপত্র জমা দিতে হবে ছাত্র-ছাত্রীদের।
অপরদিকে, CBSE বোর্ড-সহ রাজ্য বোর্ডগুলির দ্বাদশ শ্রেণি এবং বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলি সংগঠিত করা নিয়ে এদিনের বৈঠকে মিলল না চূড়ান্ত রফাসূত্র। রবিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশঙ্ক রাজ্যগুলির শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করলেন। করোনা আবহেই কি নেওয়া হবে পরীক্ষা? আলোচনার পর ঠিক হয়েছে, এই বিষয়ে রাজ্যগুলিকে তাঁদের মতামত লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। তারপরই ৩০ মে পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রের সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন