বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পায়ে চোট পান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ধকারে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না প্রশাসনের কর্তারা। যদিও এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানান।
নন্দীগ্রামে প্রচারে গিয়ে আঘাত পাওয়ার পর এসএসকেএম ও বাঙুর ইন্সটিটিউটে একাধিক পরীক্ষা হল মুখ্যমন্ত্রীর।
অপরদিকে, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে এসএসকেএম হাসপাতালে চলে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপর টুইটারে জগদীপ ধনখড় লিখেছেন, 'এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। তার আগে ৬টা ৪০ মিনিটে তিনি যখন নন্দীগ্রামে ছিলেন, কথা বলেছি ফোনে। ডিরেকটর, নিরাপত্তা ও মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়েছি। স্বাস্থ্যসচিব ও হাসপাতালের ডিরেকটরকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। পরে মুখ্যসচিবকে ব্যবস্থা নিতে বলা হতে পারে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন