রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। গত জানুয়ারি মাসে ২০০৯ সালের বাম জমানার প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় স্বজনপোষণের অভিযোগ ওড়ায় আদালত। ত্রিশ দিনের মধ্যে সফল প্রার্থীদের নিয়োগের নির্দেশও দেয় আদালত।
বুধবার সকালে, বরাসাতের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০০৯ সালের চাকরি প্রার্থীরা। সেই সময় ২০১৪-তে উত্তীর্ণ পরীক্ষার্থীরা নিয়োগপত্র নিতে এলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরি-প্রার্থীদের অভিযোগ, তাঁরা এখনও নিয়োগপত্র পাননি, কিন্তু ২০১৪ সালে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন তাঁরা নিয়োগ পত্র ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। অথচ, নয় সালের পরীক্ষার্থীদেরই আগে নিয়োগপত্র পাওয়ার কথা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এর জেরেই উত্তপ্ত হয়ে ওঠে বরাসাত চত্বর। যদিও ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ২০০৯-এ উত্তীর্ণ পরীক্ষার্থীরা শিক্ষা সংসদের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন। তাঁরা জানিয়েছেন, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তাঁরা এই অবস্থান জারি রাখবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন