গতকাল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা ঘিরে বেশ উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ইতিমধ্যে শুরু হয়েছে অভিযোগ, পাল্টা অভিযোগ। এই হামলা চালানোর অভিযোগে মামলা রুজু করল পুলিশ।
অপরদিকে, এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল নেতৃত্ব। পার্থ চট্টোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্যরা কমিশনের অফিসে যান বলে জানা গিয়েছে। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূলের নেতারা। কমিশনের অফিস থেকে বেরিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে সংহতি বজায় ছিল। নির্বাচন কমিশন ADG (আইনশৃঙ্খলা)কে সরাল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর সরানো হল রাজ্য পুলিশের ডিজি-কে। মুখ্যমন্ত্রীর উপর যে আঘাত হানল, তার পূর্বাভাস আগেই ছিল। বিজেপি সাংসদদের বক্তব্যে পরিষ্কার ছিল যে, তাঁর উপর আক্রমণ করা হতে পারে। ডিজি-কে সরানোর পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে নিরাপত্তাহীন অবস্থায় যে আক্রমণ হল, তার দায়িত্ব কার নেবে? আইনশৃঙ্খলা অবনতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি কমিশনে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন