সামনেই বিধানসভা নির্বাচন। অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে। এক রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলকে ছেড়ে কথা বলছে না। সব মিলিয়ে বেশ উত্তপ্ত বঙ্গ রাজনীতি।
পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসে না। শিল্প নেই। নেই কর্মসংস্থান। বেকারের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে।
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের রেজিস্ট্রেশনের জন্য যে পোর্টাল আছে, সেখানে প্রতি এক কোটি টাকার বিনিয়োগে কত জনের চাকরি হল, তার হিসেব পেশ করা হয়। অমিতবাবুর দাবি, কেন্দ্রের দু-টি পোর্টালের একটিতে বলা হচ্ছে, এক কোটি টাকার বিনিয়োগে চাকরি হচ্ছে ৩৬ জনের। অন্যটি বলছে চাকরির সংখ্যা ৪৪। তিনি বলেন, 'আমি এর মধ্যে বেছে নিয়েছি এক কোটি টাকা বিনিয়োগে ৩৬ জনের চাকরির হিসেবটি। চাইলেই আমি ৪৪ সংখ্যাটি নিতে পারতাম। কারণ সেটিও কেন্দ্রীয় তথ্য। তাতে রাজ্যের শিল্প বা চাকরির অবস্থা আরও বড় করে দেখানো যেত। কিন্তু ৩৬ জনের চাকরির তথ্যটিই প্রমাণ করছে, রাজ্যের বিনিয়োগ নিয়ে মোদী বা শাহ যে নেতিবাচক প্রচার করছেন, তা আসলে কতটা ফাঁপা।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন