রাজ্যে টেট পরীক্ষা নিয়ে বহু অভিযোগ আছে। এমন সময় প্রকাশ্যে এসেছে শিক্ষা দফতরে বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
অপরদিকে, স্কুল সার্ভিস কমিশনের স্থায়ী সচিব পদে এলেন সুন্দরবন উন্নয়ন দফতরের অবসরপ্রাপ্ত বিশেষ সচিব মহম্মদ আবদুল গনি। এতদিন এই পদটি ফাঁকাই ছিল। এই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন সহ-সচিব অশোক সাহা। সৌমিত্র সরকারের পদত্যাগের পর দীর্ঘ ১১ মাস চেয়ারম্যানের পদটি ফাঁকা থাকার সময় অশোকবাবু একই সঙ্গে সেই পদও সামলেছেন। তবে, ডিসেম্বরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশঙ্কর সরকার চেয়ারম্যানের দায়িত্বে আসার পর থেকে অশোকবাবু ফের সচিবের দায়িত্ব সামলাতে শুরু করেন। বিশেষজ্ঞ মহলের ধারণা, উচ্চ প্রাথমিক পদে নিয়োগ প্রক্রিয়া তরান্বিত করতেই স্থায়ী সচিব নিয়ে আসা হয়। সহ-সচিব পদে অবশ্য কাজ চালিয়ে যাবেন অশোকবাবুই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন