করোনা সংক্রমণ নিয়ে এখনও চিন্তিত গোটা দেশ। পরিকল্পনায় যদি কোনও ফাঁক থাকে তাহলে তা পূর্ণ করতে হবে। আর হাতে সময় নেই। তীরে এসে তরী ডোবালে, মাঠেই মারা যাবে সব পরিকল্পনা। তাই করোনাকে রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের কোমর বেঁধে নামার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কোভিডের দ্বিতীয় ঢেউ রুখতে এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে পাঁচটি পরিকল্পনার কথা আলোচনা করেন মোদী। 'দাওয়াই ভি, কড়াই ভি স্লোগান' উচ্চারণ করে মোদী এদিন রাজ্যগুলিকে কোভিড টেস্ট ও টিকাকরণের পরিমাণ বাড়াতে বলেন। কোভিডের দ্বিতীয় স্রোত রুখতে মোদীর পাঁচ পরিকল্পনার প্রথমেই রয়েছে, সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দ্বিতীয়ত করোনার RT-PCR টেস্ট বাড়াতে হবে এবং প্রয়োজনে, যে এলাকাগুলিতে সংক্রমণ বাড়ছে সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করতে হবে। সরকারি ও বেসরকারি দুই হাসপাতালেই বাড়াতে হবে টিকাকরণ। ভ্যাকসিন যাতে নষ্ট না হয় সেইদিকেও নজর দিতে বলেন প্রধানমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন