চূড়ান্ত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। এখন পর্যন্ত যা খবর তাতে দ্রুত প্রার্থী-তালিকা পেশ করতে পারে তৃণমূল। এবারের প্রার্থী তালিকায় থাকছে বেশকিছু চমক। একদিকে যেমন তারুণ্যে জোর দিচ্ছে তৃণমূল, অন্য দিকে বয়স্কদের বিশ্রামে পাঠাতে চাইছে দল।
সূত্রের খবর, জটু লাহিড়ী এবার লড়াইয়ের টিকিট নাও পেতে পারেন বয়সজনিত কারণেই। আশির উপরে বয়স হাওড়া দক্ষিণের বিধায়ক ব্রজমোহন মজুমদারের। শীর্ষনেতৃত্বরা জানেন, হাওড়া এবার কঠিন ঠাঁই, দলত্যাগীদের জবাব দিতে চাই শক্ত হাত। কাজেই বিশ্রাম দেওয়া হতে পারে ব্রজমোহন বাবুকে। বাদ যেতে পারেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যও।
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেই চিঠি লিখে নির্বাচনী লড়াই থেকে অব্যাহতি চেয়েছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। ২০১১ সালে নিরুপম সেনকে ৩০ হাজারের বেশি ভোটে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় আসেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। ২০১৬ সালেও রেকর্ড মার্জিনে জেতেন তিনি। কিন্তু এবার বয়সজনিত কারণেই ব্যাটনটা তুলে রাখতে চাইছিলেন তিনি। তাঁর সিদ্ধান্তকেই সম্মান করতে চাইছে দল। আব্দুর রজ্জাক মোল্লাকেও টিকিট নাও দিতে পারে তৃণমূল। যদিও বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় নাকি নিজেই নির্বাচনে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন। আর সেই কারণে তাঁকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন