পেনশন নিয়ে ক্ষোভ নতুন ঘটনা নয়। এবার পেনশন সংক্রান্ত ক্ষোভ সামাল দিতে পেনশন আদালত বসাচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। প্রতিমাসে একদিন করে এই আদালত বসবে বলে জানা গিয়েছে। চলতি মাসে কলকাতায় আদালত বসবে ২২ তারিখ সোমবার।
Loading...
পিএফ সংক্রান্ত যে-কোনও অভিযোগের নিষ্পত্তি করতে দেশজুড়ে একটি প্রকল্প চালু রেখেছিল ইপিএফও। প্রতিমাসের ১০ তারিখে আঞ্চলিক অফিসগুলিতে একটি সভা বসত, যার নাম 'নিধি আপকে দুয়ার'। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর সামাজিক দূরত্ববিধির কারণে সেই প্রকল্প আপাতত স্থগিত। কিন্তু পেনশন সংক্রান্ত অভিযোগ দেশজুড়ে বাড়তে থাকায় তা নিয়ে চিন্তায় রয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। তাই সর্বত্রই পেনশন আদালত চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন