২১ এর বিধানসভা নির্বাচনে একের পর এক চমক তৃণমূল সুপ্রিমোর। রাজ্যের সকল বিধবাদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'১৮ বছর বয়স থেকে সকল বিধবা ভাতা পাবেন।' একিসাথে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে রাজ্য সরকার।
তৃণমূল সুপ্রিমোর ঘোষণা, বর্তমান প্রকল্পগুলিও সমানতালে চলবে। তাঁর কথায়,'কন্যাশ্রী, রূপশ্রী ও স্বাস্থ্যসাথী প্রকল্পগুলি চলবে। স্বাস্থ্যসাথী আরও সরলীকরণ করা হবে।' নবম শ্রেণিতে সাইকেল ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবলেট দেওয়ার কথাও জানান মমতা। এর পাশাপাশি স্বল্পসুদে ঋণ দেওয়া হবে যুবকদের। ইশতাহারে মমতার প্রতিশ্রুতি,' ছাত্র-যুবকদের স্বাবলম্বী করতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ১০ লক্ষ টাকা ঋণ পাবেন তাঁরা। দিতে হবে ৪ শতাংশ সুদ। জামিনদার হিসেবে কাউকে থাকতে হবে না। মা-বাবার উপরে নির্ভরশীল হতে হবে না এবার।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন