একাধিক কেন্দ্রে বিজেপি প্রার্থী বদলের দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ চলছে। হেস্টিংসের কার্যালয়ের সামনে বিক্ষোভের প্রেক্ষিতে রায়দিঘির প্রার্থী বদলের সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি নেতৃত্ব। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি ও ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির টিকিট পেয়েছেন তৃণমূল ছেড়ে পদ্মে নাম লেখানো দুই নেতা।
এদিন রায়দিঘির সিপিআই(এম) প্রার্থী কান্তি গাঙ্গুলি তাঁর ফেসবুক ওয়ালে বিস্ফোরক কিছু মন্তব্য করেন। তিনি লেখেন, "আপনারা সবাই জানেন, প্রয়াত সত্যরঞ্জন বাপুলির পুত্র শ্রীমান শান্তনু বাপুলি এখন টিএমসি থেকে নির্বাচনের টিকিট না পেয়ে রাতারাতি বিজেপিতে যোগ দিয়েছেন। রায়দীঘি'র জনগণের কাছে এটি অত্যন্ত লজ্জাজনক এবং বিশ্বাসঘাতকতা। প্রশ্ন উঠছে যে রায়দীঘির লোকেরা এই মহান গাদ্দার পছন্দ করবে এবং তাদের নেতা হিসাবে কি নির্বাচন করবে ?? গ্যারান্টি কী যে নির্বাচিত হওয়ার পরে (যদি আদৌও নির্বাচিত হন!) তিনি আবার গদ্দারি বা বিশ্বাসঘাতকতা করবেন না ?? দেবশ্রী রায়ের কথা আমাদের মনে আছে, টোটোর টাকা মারার হিস্যার ভাগ নিয়ে এই শান্তনু বাাপুলি এখন জামা পাল্টেছে। দয়া করে রায়দীঘি'র লোকদের সাথে আর খেলবেন না, ইতিমধ্যে তাদের অনেক ক্ষতি করেছেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন