করোনার কারণে ভারতীয় অর্থনীতিতে বড় রকমের ধাক্কা আসবে একথা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে কাজ হারিয়েছেন বহু মানুষ।
এমন আবহে দেশের ৭১৭টি জেলায় আট লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে 'প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০'।
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) ভারত সরকারের একটি প্রকল্প, এই প্রকল্প চালু হয় ২০১৫ সালের জুলাই মাসে। এই স্কিমের উদ্দেশ্য হল অল্প শিক্ষিত বা যাঁরা মাঝপথে স্কুল ছেড়েছেন, তাঁদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এই স্কিমটি তিন মাস, ছ-মাস এবং এক বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয়। কোর্স শেষ করার পরে একটি শংসাপত্র দেওয়া হয়, যা পুরো দেশে স্বীকৃতি পায়।
প্রধানমন্ত্রীর কৌশল বিকাশ যোজনার আওতায় ২০২২ সালের মধ্যে দেশে প্রায় ৪০ কোটি যুবক-যুবতীকে প্রশিক্ষণের দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণের পরে স্ব-কর্মসংস্থানের জন্য ঋণ পাওয়ারও সুবিধা রয়েছে এই প্রকল্পে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন