এদিন ডিএলএড অগ্রাধিকার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল। রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই মামলাটির শুনানি হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি জানিয়ে দেন, এই মামলার পরবর্তী শুনানি হবে ৫ এপ্রিল।
উল্লেখ্য, প্রাথমিকের মেধাতালিকা প্রকাশের পরে বিতর্কটা ক্রমশ বাড়তে থাকে। এই মেধাতালিকা প্রকাশের পরেই ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের একটা অংশ মনে করতে থাকেন তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের দাবি প্রাথমিকে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের বাদ দিয়ে অবৈধ ভাবে বিএড প্রশিক্ষিত প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে। যেখানে প্রাথমিকের পড়ুয়াদের শিক্ষাদানের ব্যাপারে ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক, সেখানে প্রাথমিকে নিয়োগের ব্যাপারে বিএড চাকরিপ্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। এমন গুরুতর অভিযোগ করেছেন ডিএলএড প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন