ফের শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন চাকরিপ্রার্থীরা। ১৬৫০০ জন শিক্ষক নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করেই এই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। মোট ১০৪ জন চাকরি প্রার্থী এই মামলা করেছেন।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগে উঠল স্থগিতাদেশ। সম্প্রতি এমন নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। যার ফলে আপাতত প্রাইমারি টেটের নিয়োগে আর কোনও বাধা রইল না। তবে আগামী দু-সপ্তাহের মধ্যে পর্ষদকে যথাযথ মেধা তালিকা প্রকাশ করতে হবে। হাই কোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। গত ২২ ফেব্রুয়ারি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ এই নিয়োগে স্থগিতাদেশ দিয়েছিল। মেধা তালিকায় অস্বচ্ছতা থাকায় এই স্থগিতাদেশ দেওয়া হয়। তবে ডিভিশন বেঞ্চ সে যুক্তিতে মান্যতা দেয়নি। তাই আপাতত নিয়োগ পদ্ধতি চলতে পারে, নির্দেশ আদালতের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন