দেরি করে হলেও রানিবাঁধের সভায় পৌঁছে গেলেন অমিত শাহ। প্রত্যাশা মতোই নির্বাচনের আগে জঙ্গলমহল এলাকায় বাঁকুড়ার রানিবাঁধের সভা থেকে বেশকিছু প্রতিশ্রুতি দিলেন তিনি। অমিত শাহ বলেন,"বিজেপি ক্ষমতায় এলে, একটি কমিশন তৈরি করে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে।" সোমবার সকাল থেকেই শাহর সভা ঘিরে প্রস্তুতি সব সারা হয়ে গিয়েছিল। কিন্তু খুবই অপ্রত্যাশিতভাবে শোনা যায়, যে কপ্টারে শাহর আসার কথা ছিল, তাতে যান্ত্রিক গোলোযোগ দেখা দিয়েছে।
এখন আদিবাসী শংসাপত্রের জন্য সকলকে ১০০ টাকা করে ঘুষ দিতে হয়, এই অভিযোগ করে তিনি বলেন এই দিনের অবসান হবে। আমপানের টাকা নিয়েও দুর্নীতি হয়েছে, বলেন সেই কথাও। রাজনৈতিক হিংসার জেরে বিজেপির ১৩০-এর বেশি কর্মী খুন হওয়ার কথা উল্লেখ করে তিনি মুখ্যমন্ত্রীকে ফের কটাক্ষ করে বলেন, ওঁর পায়ে যন্ত্রণা হচ্ছে, কিন্তু যেসব পরিবার তাদের ছেলে-স্বামী-বাবাকে হারাল তাদের যন্ত্রণার খবর কে নেবে?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন