উনিশের পর চোখ ছিল একুশে। বাংলায় এবার ভোট হবে ৮ দফায়। অর্থাৎ রাজ্যের ২৯৪টি আসনে আট দফায় নির্বাচন হতে চলেছে। প্রথম দফায় ভোট ২৭ মার্চ। ফল ঘোষণা ২ মে। পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে আজই ভোটের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো শুক্রবার বিকেল সাড়ে ৪টে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
Loading...
উল্লেখ্য, ভোট ঘোষণার আগেই এরাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর অঞ্চলে রুট মার্চও শুরু করেছে তারা। সূত্রের দাবি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। এমাসের শেষেই রাজ্যে পৌঁছে যাবে ১৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন