নিয়োগ নিয়ে বার বার অনিয়মের অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আদালতে দায়ের হয়েছে মামলা। সেই মামলার কারণে এখনও আইনি জালে জড়িয়ে আছে বেশ কয়েকটি নিয়োগের ভবিষ্যৎ।
২০১৮ সালের পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকায় নাম রয়েছে। কিন্তু তার পরেও কোনও কলেজে তাঁদের নিয়োগ না হওয়ায় শনিবার একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল মেধা তালিকাভুক্ত প্রার্থীদের সংগঠন। কলেজে নিয়োগের ক্ষেত্রে নানা দুর্নীতির অভিযোগও এনেছেন চাকরি প্রার্থীরা।
এ রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে হাজার হাজার শূন্য পদ থাকার পরেও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে না। সামান্য কিছু পদে নিয়োগের উদ্যোগ দেখানো হলেও সেই প্রক্রিয়ায় থাকছে অস্বচ্ছতা। পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজে এমন বহু বিভাগ রয়েছে, যেখানে এক জনও স্থায়ী অধ্যাপক নেই। এই মুহূর্তে রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত কলেজগুলিতে পূর্ণ সময়ের স্থায়ী অধ্যাপকের শূন্য পদের সংখ্যা প্রায় ৩০ হাজারের কাছে। অথচ তিন বছর আগের মেধা তালিকাভুক্ত কয়েকশো প্রার্থীকে এখনও নিয়োগ করা হয়নি। এমনই নানা দাবি এবং অভিযোগ এই সভায় তুলে ধরেন প্রার্থীরা। তাঁদের আলোচনার বিষয় ছিল 'পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে যোগ্যতা ও মেধার মূল্য।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন