করোনার কারণে প্রায় ১০ মাস বন্ধ আছে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, ১২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে স্কুল। তবে প্রত্যেককে ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাইজার। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পরেই শুরু হয়েছে তার প্রস্তুতিও। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ধুলো-ময়লা তো জমেছেই। সঙ্গে মাথায় রাখতে হচ্ছে কোভিড বিধিও। তাই ঘোষণা মাত্রই তড়িঘড়ি স্কুল স্যানিটাইজেশনের কাজ শুরু করেদিল স্কুল কর্তৃপক্ষগুলি। কোভিড বিধি মাথায় রেখে স্কুল খোলার প্রস্তুতি তুঙ্গে। স্কুল স্যানিটাইজ করার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে যাতে দূরত্ব বিধি বজায় থাকে সেদিকে কড়া নজর দিচ্ছে স্কুল। আগের মতো একসঙ্গে প্রার্থনা করা কিংবা মাঠে খেলতে যাওয়া আপাতত বন্ধ। বসার ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট দূরত্ব বিধি। শিক্ষা দফতর আপাতত বলে দেবে কীভাবে কোভিড প্রটোকল মানতে হবে। তবে স্কুলে কোনদিন কত স্টুডেন্ট আসবে তা স্কুল নিজের পরিকাঠামো মত স্থির করবে।
উল্লেখ্য স্কুল খুললেও এখনই অনলাইন পড়াশোনা পুরোপুরি বন্ধ করছে না অনেক স্কুল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন