সামনেই বিধানসভা নির্বাচন। আর এবারের নির্বাচন শাসক দল তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। কারণে রাজ্যে শক্তি বাড়িয়েছে বিজেপি। একাধিক তৃণমূল নেতা ইতিমধ্যে নাম লিখিয়েছে বিজেপিতে। সব মিলিয়ে এবারের নির্বাচন আর পাঁচটা নির্বাচনের থেকে একটু আলাদা হতে চলেছে।
এমন আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে বেতনের ব্যাপারে লিখিত আশ্বাস পাওয়ার পর শনিবার তাঁদের অবস্থান আন্দোলন প্রত্যাহার করে নিলেন আনএডেড মাদ্রাসার শিক্ষকরা। সল্টলেকে বিকাশ ভবনের কাছে গত ১২ ফেব্রুয়ারি থেকে ওয়েস্টবেঙ্গল রেকগনাইজড আন এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে এই অবস্থান আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরে। তার মধ্যে বেশ কিছুদিন লাগাতার অনশন অবস্থান চালানো হয়। সম্প্রতি মাদ্রাসা দফতর আনএডেড মাদ্রাসাগুলির জন্য প্রায় ৪৪ কোটি টাকা বাৎসরিক বরাদ্দর বিজ্ঞপ্তি দেওয়ার পর অনশন আন্দোলন তুলে নেওয়া হয় বলে জানা গিয়েছে। কিন্তু মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য কর্মীদের বেতন কী হবে, তার কোনও উল্লেখ না থাকায় অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনের প্রতিনিধিরা। সংগঠনের সভাপতি শেখ জাভেদ মিয়াঁদাদ জানিয়েছেন, মাদ্রাসা দফতরের একটি 'নোট' তাঁদের শুক্রবার দেওয়া হয়। তাতে বেতন সহ অন্যান্য কিছু খরচের ব্যাপারে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাই অবস্থান আন্দোলন শনিবার প্রত্যাহার করে নেওয়া হল। সরকারি ঘোষণা বাস্তবায়িত না হলে ভোটের পর ফের আন্দোলনে নামা হবে। জারি করা ওই নোটিশে দেখা যাচ্ছে, মাদ্রাসাগুলির টিচার ইন চার্জের মাসিক বেতন সরকার ১৪ হাজার টাকা ধার্য করেছে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষকরা যথাক্রমে ৬ ও ১২ হাজার টাকা পাবেন। মাদ্রাসার করণিক ও গ্রুপ ডি কর্মীদের বেতন ধার্য করা হয়েছে যথাক্রমে ৫ ও সাড়ে ৫ হাজার টাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন