বামপন্থী হিসাবে পরিচিত ছিলেন তিনি। তৃণমূল সরকারের বিরুদ্ধে পথেও নামতে দেখা গিয়েছে এই টলি স্টারকে। টলিউডে 'ঠোঁটকাটা' বলে পরিচিত সেই সায়নী ঘোষ এ বার সরাসরি তৃণমূলের ঝাণ্ডা হাতে নিলেন। যদিও এই ইঙ্গিতটা আগেই পাওয়া গিয়েছিল।
Loading...
সায়নী নিজে যদিও তাঁর তৃণমূলে যোগ দেওয়ার কারণ এখনও খোলসা করেননি। তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। যেমন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সায়নী তৃণমূলে যোগ দিয়েছেন জানতে পেরে ফেসবুকে তিনি লিখেছেন, 'তোর কাছ থেকে এটা আশা করিনি সায়নী। তুইও বিক্রি হয়ে গেলি? খেলতে নেমে গেলি? দেখে কষ্ট হচ্ছে'।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন