সামনেই নির্বাচন। আর এই নির্বাচনের আগে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এগজামিনেশন, ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার-সহ কলেজ-বিশ্ববিদ্যালয়ের একগুচ্ছ আধিকারিকের অবসরের বয়সসীমা বাড়াল রাজ্য সরকার। রাজ্যের যে কোনও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে টানা অধ্যাপনা করেছেন বা ১০ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এমন সব আধিকারিকদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬৫ করা হয়েছে।
উচ্চশিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করা হয়েছিল আগেই। আর এর পর থেকে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এগজামিনেশন, ইন্সপেক্টর অফ কলেজ, ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার, ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি কন্ট্রোলার অফ এগজামিনেশন, ডেপুটি ইন্সপেক্টর অফ কলেজ ও কাউন্সিল অফ UG স্টাডিজ, PG স্টাডিজ এবং কলেজ কাউন্সিলের সেক্রেটারিদের অবসরের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন ছিল। বিবেচনা করার পর রাজ্যপাল উল্লিখিত সকল আধিকারিকের অবসরের বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত বাড়িয়েছেন বলে বলা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই অবসরের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি লাগু হয়ে যাবে বলেও জানানো হয়েছে। তবে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে টানা শিক্ষকতা করার ব্যাকগ্রাউন্ড থাকা বা ১০ বছর কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরাই এই বয়সসীমা বৃদ্ধির আওতায় আসবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন