রাজ্যে নিয়োগ নিয়ে বার বার অনিয়মের অভিযোগ এনেছেন চাকরি প্রার্থীরা। অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। এখনও আইনি জালে জড়িয়ে আছে বেশ কয়েকটি পরীক্ষার ভবিষ্যৎ। আর এবার নিয়োগে অনিয়মের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় কর্মীসভা থেকে সদ্য দলত্যাগীদের কড়া বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। বন সহায়ক পদে চাকরি নিয়ে কারচুপির অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী নিজেই।
এদিন হুগলীর জনসভায় মুখ্যমন্ত্রীর জবাব দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
এ দিন রাজীব বলেন,'আলিপুরদুয়ারের সভা থেকে তিনি নাম না করে বলেছেন, বন সহায়কের চাকরিতে কারসাজি হয়েছে। উনি তদন্ত করবেন। উনি নাম নেননি, আমি নাম নিয়ে বলছি, জেনে রাখুন এই বন সহায়কের নিয়োগ নিরপেক্ষভাবে বোর্ডের হাতে তুলে দিয়েছিলাম। গত বছর ৮ অক্টোবর সকাল ১০টার সময় আপনাকে মেসেজ বলেছিলাম বীরভূমের বড় নেতা আমায় বলছে, বন সহায়কের সব পদ তাঁকে দিতে হবে। আপনি আমায় পাল্টা ফোন করে বলেছিলেন, সব জেলায় জেলায় তৃণমূলের নেতাকর্মীদের কিছু কিছু করে কোটা তুমি দিয়ে দাও। এতদিন মুখ খুলিনি। আজকে আপনার কথার পরিপ্রেক্ষিতে মুখ খুলতে বাধ্য হলাম। ৮ অক্টোবর সকাল ৯টা ৫৮ মিনিটে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন