করোনার কারণে ১০ মাসের বেশি সময় বন্ধ ছিল রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার সংক্রমণ কমতেই ক্লাসরুমে ক্লাস শুরু করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার থেকেই শুরু হল বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের প্রাক্টিক্যাল ক্লাস। স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার পর আজ থেকেই প্রথম বিশ্ববিদ্যালয় আসা শুরু করলেন। তবে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল না খোলায় সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রীরা।
গত মার্চ মাস থেকেই করোনার জেরে রাজ্যের বিশ্ববিদ্যালয়,স্কুল-কলেজ বন্ধ রয়েছে। যদিও পড়ুয়াদের কথা ভেবে অনলাইনে ক্লাস করিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা। তবে অনলাইনে ক্লাস হলেও প্রাক্টিক্যাল ক্লাস কিভাবে করানো হবে তা নিয়ে রীতিমতো চিন্তিত ছিল বিশ্ববিদ্যালয়গুলি। আর সেই সমস্যা দূর করতে ক্লাসরুমে ক্লাস শুরু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন