গতকাল ৫ রাজ্যের ভোটের দিন ঘোষণা হয়েছে। আর এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন কমিশন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমকে সরিয়ে দিয়েছে। তাঁর জায়গায় এডিজি আইনশৃঙ্খলা করা হয়েছে জগমোহনকে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন তখনও ভোটের নির্ঘন্ট ঘোষণা করেনি। ১১ ফ্রেরুয়ারি বামেদের নবান্ন অভিযানকে কেন্দ্র ধরে ধুন্ধুমার চলে দিনভর। কলেজ স্ট্রিট থেকে মিছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং-র আসতেই বাধা দেয় পুলিশ। এরপর বেধড়ক লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা হয়। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেল, ছোড়া হয় জলকামানও। এমনকী, নবান্ন অভিযানে যোগ দিতে গিয়ে প্রাণ হারান DYFI কর্মী মইদুল ইসলাম মিদ্যা। পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে অভিযোগ। নবান্ন অভিযানের দিন নজিরবিহীনভাবে কলকাতা পুলিশের এলাকায় সক্রিয় ছিলেন রাজ্যের তৎকালীন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমও। এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন