করোনা আবহে ১১ মাস বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে রাজ্যে। আর এই স্কুল খোলার ১২ দিনের মধ্যেই খাস কলকাতার কসবায় এক হাইস্কুলের শিক্ষকের করোনা আক্রান্তের খবরে আশঙ্কা ছড়িয়েছে রাজ্যের সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলগুলিতে।
শিক্ষামন্ত্রী বলেন, 'মঙ্গলবার রাতেই আমি কলকাতা শিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। ওই শিক্ষক বাড়িতে করোনা আক্রান্ত হয়েছেন। অবিলম্বে সংশ্লিষ্ট স্কুল বন্ধ করে স্যানিটাইজ করার নির্দেশিকা জারি করা হয়েছে। এর পাশাপাশি, রাজ্যজুড়ে সবরকম স্কুল কর্তৃপক্ষর কাছে আমার আর্জি, কোনও অবস্থায় স্কুলে কোভিড-বিধি মানা নিয়ে কোনও ঢিলেমি করা যাবে না। এমনকী, বিন্দুমাত্র ঝুঁকিও যেন না-নেওয়া হয়।'
স্কুলের প্রধান শিক্ষকদের একাংশের অভিযোগ, ১১ মাস বন্ধ থাকার পর অনেক টাকা খরচ করে স্যানিটাইজ করে স্কুল খোলা হয়েছে। কিন্তু ভোটকর্মীদের প্রশিক্ষণে নির্বাচন কমিশন স্কুলগুলিকে যথেচ্ছ ব্যবহার করছে বলেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন