প্রায় ১০ মাস পরে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে খুলে যাচ্ছে সমস্ত আইসিএসই স্কুল (ICSE)। যদিও ছোটদের স্কুলে যাওয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু হবে। মঙ্গলবার রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্কুল খোলার ব্যাপারে সবুজ সংকেত দেন।
Loading...
ইতিমধ্যে বেশকিছু রাজ্যে স্কুলে পঠনপাঠন শুরু হয়ে গেলেও, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এখনও তালা ঝুলছে। আনলক পর্ব কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফেরা হলেও পড়ুয়ারা কবে আগের মতো স্কুলে যেতে পারবে তা নিয়েও প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলে দেওয়ার ভাবনা রয়েছে রাজ্যের। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে বলে জানান হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন