এবারের বাজেটে নতুন ওয়েজ কোড-এর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এই নিয়েই বিতর্ক। এই ওয়েজ কোড কার্যকর হলে কমবে টেক হোম স্যালারি-র পরিমাণ। এর পাশাপাশি কমে যাবে অবসরকালীন সঞ্চয়ও। গতকাল বাজেট ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারমণ জানিয়েছেন, প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লক্ষ টাকার বেশি বেতন থেকে জমা পড়লেই তা এবার করের আওতায় চলে আসবে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন