'সঙ্গে বিমান-অধীর-আব্বাস আছে, আমাদেরই হবে জয়'। ব্রিগেডের মঞ্চ থেকে এভাবেই লড়াইয়ের সুর বেঁধে দিলেন সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিম। বললেন, 'দিদি-মোদীর খেলা এক বছর ধরে দেখছি। কেউ কেউ বলছে খেলা হবে। এবার ওদের মাঠ থেকে সরাতে হবে'।
এদিন ব্রিগেডের সমাবেশে বড় দাবি করলেন সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, "আবার নিয়মিত এসএসসি, পিএসসি, প্রাইমারি পরীক্ষা নেবো আমরা। ক্ষমতায় এলে যারা লুঠ করেছে তাদের বাড়ি, সে 'শান্তিনিকেতন' হলেও নিলাম করব। সমস্ত শূন্যপদ পূরণ করব। নিয়মিত এসএসসি হবে, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। নিয়মিত ভাবে আবার বেকারদের চাকরী হবে।"
সিলিম আরও বলেন, কেউ কেউ বলল, খেলা হবে। আর মোদিজী স্টেডিয়ামই দখল করে নিলেন। বসন্ত এসে গিয়েছে। লালরঙা ফুল ফোটা কেউ আটকাতে পারবে না। ঝরা পাতার দিন শেষ। কচি পাতা উঁকি দিচ্ছে। মইদুলকে খুন করে পার পাবে না ওরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন