সামনে ভোট। তার আগে সকল রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে রাজ্যের সকলকে বিনামূল্যে টিকা দিতে চায় তৃণমূল সরকার। তাই এবার সরাসরি ভ্যাকসিন উৎপাদক সংস্থা থেকে টিকা কিনতে চায় রাজ্য।
এদিন মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে। সেখানে তিনি জানিয়েছেন, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ভোটকর্মীদের করোনা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশ মিনে টিকাকরণ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে রাজ্যে। কিন্তু ভোট দিতে যাওয়া ভোটারদের কী হবে? চিঠিতে সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, টিকা না দিয়ে ভোটারদের ভোটকেন্দ্রের পাঠানো উচিৎ হবে না। তাই রাজ্য চাইছে ভোটের আগে সকলকে বিনামূল্যে টিকা দিতে। তাই তাঁরা উৎপাদক সংস্থার কাছ থেকে সরাসরি টিকা কিনতে চায় রাজ্য সরকার।
প্রসঙ্গত, এবার বেসরকারিভাবে টাকা খসিয়ে নেওয়া যাবে করোনার টিকা। বুধবার এমনই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানান, ১ মার্চ থেকে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হচ্ছে। ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি হাসপাতালের মাধ্যমে দেওয়া হবে করোনার টিকা। সরকারি ক্ষেত্রে টিকা বিনামূল্যে প্রদান করা হলেও বেসরকারি ক্ষেত্র থেকে টিকা নিতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে টাকা খরচ করতে হবে। সেই হার আগামী তিন থেকে চারদিনের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, এই দফায় ষাটোর্ধ্বদের পাশাপাশি করোনার টিকা পাবেন ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিরা যাঁদের কো-মর্বিডিটি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন