সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে দল বদলের ঘটনা নিয়ে বেশ চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে। এমন আবহে ৭ ফেব্রুয়ারি সরকারি কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ার সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা এবার প্রকাশ্যে এল। আর এই তালিকা প্রকাশ্যে আশার পরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
৭ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রবিবার হলদিয়ায় দু-টি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিলান্যাস হবে একটি প্রকল্পের। পেট্রোলিয়াম মন্ত্রক আয়োজিত ওই অনুষ্ঠান পুরোপুরি অরাজনৈতিক হলেও, তাৎপর্যপূর্ণ সেদিন আমন্ত্রণ জানানো হয়েছে দুই মেদিনীপুরের সমস্ত সাংসদকে। অনুষ্ঠানের প্রায় এক সপ্তাহ আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল তমলুকের তৃণমূল সাংসদ তথা ভাই দিব্যেন্দু অধিকারীকে। তিনি যে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সে কথাও ইতিমধ্যেই জানিয়েছেন। এবার আমন্ত্রণের তালিকা দেখে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন