করোনার কারণে প্রায় ১০ মাস বন্ধ রাজ্যের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। কবে থেকে ফের স্কুলে শুরু হবে পঠনপাঠন? এটাই ছাত্র-ছাত্রীদের কাছে সবথেকে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। টানা দশ মাস পর আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে খুলতে চলেছে রাজ্যের স্কুলগুলি।
রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে মুখ্যমন্ত্রীকে জানান হয়েছে, করোনা সতর্কতায় মার্চ মাস থেকে রাজ্যের কোনও স্কুলে ক্লাস হচ্ছে না। রাজ্যে জুন মাস থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। যারা এবার মাধ্যমিক দেবে, তাদের আড়াই মাস ক্লাস হলেও উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের একদিনও ক্লাসে পড়াশোনা হয়নি। যদিও সরকার অনলাইনে পড়াশোনার ব্যবস্থা করেছে। তবে ভারচুয়াল মাধ্যমে প্র্যাকটিক্যাল ক্লাস করানো সম্ভব নয়। এই অবস্থায় আগামী মাসেই কোভিড বিধি মেনে ধাপে ধাপে স্কুল খুলতে চায় শিক্ষাদফতর। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয়ের তালিকা পৌঁছেছে প্রত্যেক স্কুলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন