বড় সাফল্য। স্কুলশিক্ষার সার্বিক মানে অনেকটাই এগোল পশ্চিমবঙ্গ। দেশে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি অবধি শিক্ষার যাবতীয় মাপকাঠিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পারফরম্যান্স গ্রেডিং ইনডেক্সের (পিজিআই) নির্ধারিত হাজার পয়েন্টে পশ্চিমবঙ্গের প্রাপ্তি প্রায় সাড়ে সাতশো (৭৪৬)। এক কথায় স্টার মার্কস।
স্কুলশিক্ষায় মূল পাঁচটি বিভাগে ৭০টি বিষয় খতিয়ে দেখার নিয়ম চালু হয়েছে। পড়াশোনার গুণগত মান, পরিকাঠামো, প্রশাসনিক কাজকর্ম, স্কুলে পড়ুয়াদের সামগ্রিক উপস্থিতি এবং পঠনপাঠনে সমতার নিরিখে এই মূল্যায়ন হয়। এই কেন্দ্রীয় 'পরীক্ষা'য় রাজ্য সবচেয়ে ভালো ফল করেছে পরিকাঠামো ক্ষেত্রে। পরিকাঠামো ও সুযোগ-সুবিধা বিভাগে পশ্চিমবঙ্গের প্রাপ্ত নম্বর ২০১৭-'১৮-র তুলনায় ২০১৮-'১৯-এ সবচেয়ে বেশি ৩২ শতাংশ বেড়েছে।
স্কুলে-স্কুলে বিজ্ঞানের সুসংহত ল্যাব, কম্পিউটার ল্যাব, বুক ব্যাঙ্ক, রিডিং রুম, লাইব্রেরি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে বৃত্তিমূলক বিষয়ে শিক্ষাদান, পানীয় জলের ব্যবস্থা, সব পড়ুয়ার নিয়মিত মিড-ডে মিল প্রাপ্তি এবং ফি বছর ছাত্রছাত্রীদের পোশাক দেওয়ার ক্ষেত্রে বাংলা ভাল ফল করেছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলে পড়ুয়াদের ভর্তি, প্রাথমিক, উচ্চপ্রাথমিক এবং মাধ্যমিক স্তরে পড়ুয়াদের স্কুলে থাকার হার এবং স্কুল-ছুট ছাত্রছাত্রীদের ফের স্কুলে ফিরিয়ে আনার নিরিখেও বাংলার সাফল্য ঈর্ষনীয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন